আমার নাম শূণ্য
**************
আমার নাম শূণ্য,
আর নেইকো অন্য।
কিছু থাকেনা যেখানে,
থাকতে হয় সেখানে।
আমার দুঃখ এই,
আমার মান নেই।
বসলে কারো আগে,
আমায় খুব রাগে।
বসলে পরে কারো,
মান বাড়ে আরো।
যোগে বিয়োগে ফাঁকা,
শুধুই বসে থাকা।
রাগলে আমি অন্য,
গুনে করি শূণ্য।
ভাগে আমি নেই,
ডাকুক আমায় যেই।
আমায় দিয়ে হয়না ভাগ,
তাইতো হয় খুব রাগ।
থাকি আমি নিজের মতো,
অঙ্কে মজা দেখাই কতো।
**********************

